January 3, 2025, 12:36 am
ফিরোজ হোসেন, সাতক্ষীরা : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকারের পেটুয়া বাহিনীর হাতে নিহত শিক্ষার্থীদের রুহের মাগফেরাত ও আহত শিক্ষার্থীদের সুস্থ্যতা কামনায় সাতক্ষীরায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাত ৯ টায় শহরের মিলবাজারে জেলা তাতীঁদলের সাবেক যুগ্ম আহবায়ক ফেরদৌস আলম বাবুর সভাপতিত্বে ও সদর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মনোয়ার হোসেনের সহযোগিতায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ তারিকুল হাসান। এসময় বক্তব্য রাখেন, সদর থানা বিএনপির আহবায়ক আবুল হাসান হাদী,
পৌর বিএনপির সভাপতি শেখ মাছুম বিল্লাহ শাহীন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, জেলা কৃষক দলের সাবেক সভাপতি আহসানুল কাদির স্বপন, জেলা যুবদলের সমন্বয়ক কাউন্সিলর আইনুল ইসলাম নান্টা, সহ-সমন্বয়ক ফরিদুজ্জামান ফরিদ, আলিমুজ্জামান আলিম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খোকা, সদর থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাইদুল ইসলাম হিমু, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আবু রায়হান। এসময় জেলা স্বেচ্ছাসেবকদলের প্রচার সম্পাদক ন ঈমন হোসন, ওয়ার্ড বিএনপিনেতা আলমাস আলীসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, হাফেজ মুনাইম। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা যুবদলের সহ-সমন্বয়ক আলিমুজ্জামান আলিম।
Leave a Reply