November 21, 2024, 8:31 am
রুহুল কুদ্দুস : ইয়ুথ এ্যাম্পাওয়ার্ড প্রজেক্ট এর পক্ষ থেকে গ্রাজুয়েশন সেরেমোনি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সাতক্ষীরা সদরেরর পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের হল রুমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর কারিগরি সহায়তায় গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডা এর অর্থয়ানে বেসরকারী উন্নয়ন সংস্থা উত্তরণ এর বাস্তবায়নে লাবসা,বল্লী,ও ঝাউডাংগার মেন কেয়ার দলের গ্রাজুয়েশন সেরেমোনি অনুষ্ঠিত হয়েছে। গ্রাজুুয়েশন সেরেমোনি অনুষ্ঠানে রির্সোস পারসন হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা,উত্তরনের ইয়ুথ এ্যাম্পাওয়ার্ড প্রোজেক্টের সাতক্ষীরা সদরের প্রোজেক্ট আব্দুল্লাহ ওমর নাসিফ, সিনিয়র কমিউনিটি ফ্যাসিলিটেটর রুমিচা খাতুন,কমিউনিটি ফ্যাসিলিটেটর ইলিয়াস হোসেন, আসাদুজ্জামান আসাদ,রুহুল কুদ্দুস প্রমুখ।এসময় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর কারিগরি সহায়তায় গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে উত্তরনের ইয়ুথ এ্যাম্পাওয়ার্ড প্রেজেক্টের পক্ষ থেকে হাইজিন কিট যেমন: ন্যাপকিন,সাবান,চাকা বল সাবান,হ্যান্ডওয়াশ,হারপিক,টুথপেস্ট,ডিটারজেন্ট পাউডার এবং বিশ লিটারের ঢাকনা সহ একটি করে বালতি প্রদান করা হয়।এসময় ঝাউডাংগা মেন কেয়ার দলের সভাপতি শাহজাদা শাহিন বলেন,আমরা মেন কেয়াররা এলাকায় একটি মডেল হিসাবে কাজ করছি আমরা আগে সমাজে অনেক ট্যাবু বয়ে বেড়াতাম কিন্তু এখান থেকে বের হতে পারছি আর এটা সম্ভব হয়েছে দাতা সংস্থা গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডা ও টেকনিক্যাল পার্টনার ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আর একটি সংস্থার কথা বিশেষ করে উল্লেখ করি সেটা
হলো উত্তরণ। যদি ওয়ার্ল্ড ভিশন ও উত্তরণ আমাদের সংগঠিত না করতো তাহলে আমরা সঠিক বিষয় জানতে পারতাম না এজন্য অন্তরের অন্তর স্থল থেকে উত্তরণকে আন্তরিক ধন্যবাদ ও মোবারক বাদ। এইজন্য ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও উত্তরণকে ধন্যবাদ জানায়।
Leave a Reply