December 27, 2024, 12:08 am
মোঃ আরিফ হোসেন রনি,সাতক্ষীরা:-
আলোকিত মানুষ গড়ার লক্ষ্যে আজ ১৩ জুলাই শনিবার সকাল ১০টায় সাতক্ষীরা শহরের প্রাণকেন্দ্র ইটাগাছা সংগ্রাম মহল, ইন্ডিয়ান ভিসা অফিস সংলগ্ন আল কুরআন একাডেমী’র কনফারেন্স কক্ষে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আল কুরআন একাডেমী’র পরিচালক মাওলানা মোঃ কামালউদ্দীন এর পরিচালনায় আজকের সুধী সমাবেশের উদ্বোধনী ঘোষণা করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওঃ নুরুল ইসলাম ফারুকী।
এসময় উপস্থিত ছিলেন, গয়েশপুর খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসার সুপারিন্টেনডেন্ট মাওঃ আব্দুর রউফ, বহেরা দারুল উলুম দাখিল মাদ্রাসার শিক্ষক হা.মাওঃ আব্দুস সাত্তার প্রমুখ আলেম উলামা, অভিভাবক ও সুধীগণ।
এসময় বক্তারা বলেন, আলোকিত মানুষ গড়ার লক্ষ্যে, ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির জন্য এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের কোন বিকল্প নেই।তাছাড়া বর্তমান বিশ্বে আন্তর্জাতিক বিশ্বে ইংরেজি শিক্ষার মান ও চাহিদা অত্যাধিক।নীতি নৈতিকতার ভিত্তিতে উভয় জ্ঞানে সমৃদ্ধ হয়ে প্রতিটি মুসলিম পরিবারের সন্তানেরা যাহাতে নামাজী, সৎ, ন্যায়পরায়ণ, সুদক্ষ নাগরিক ও প্রকৃত মুসলিম হয়ে গড়ে উঠতে পারে সেই চেষ্টা অব্যাহত থাকবে।পরবর্তীতে দেশ বিদেশের যে কোন কাঙ্খিত জায়গায় সম্মানিত স্থানে প্রতিষ্ঠিত হতে পারে এই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে মহান আল্লাহর উপর আস্থা ও ভরসা রেখে অনেক পরিকল্পনা ও বৈশিষ্ট্যে সমাহার নিয়ে আল কুরআন একাডেমী’র পথচলায় সকলের সহযোগিতা কামনা করেন।
দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে আল কুরআন একাডেমী’র সুধী সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।
সার্বিক অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে আল কুরআন একাডেমী প্রকাশনীর ১টি করে কুরআন শরীফ ও প্রতিষ্ঠানের পরিচিতি বিতরণ করা হয়।
Leave a Reply