January 3, 2025, 4:42 am

ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম স্ব পদে বহাল

ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম স্ব পদে বহাল

রুহুল কুদ্দুস,ধুলিহর প্রতিনিধি:ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম স্ব পদে বহাল হয়েছে। তৎকালীন সভাপতি সাতক্ষীরা জেলা পরিষদের সাবেক প্রশাসনিক কর্মকর্তা এস এম মাহবুবুর রহমান কর্তৃক ও প্রতিহিংসা পরায়ণ হয়ে ব্যক্তিগত আক্রশের কারনে মিথ্যা অভিযোগের ভিত্তিতে দুই বছর আগে তাকে সাময়িক সাসপেন্ড করেন।প্রধান শিক্ষক যশোর শিক্ষা বোর্ডে আবেদন করেন সেই আবেদনে তাকে স্ব পদে বহাল করতে আদেশ দেওয়া হয়ে থাকে। তারপরও সভাপতি গড়িমসি শুরু করেন তাকে হাইকোর্ট দেখানো শুরু করেন হাইকোর্টের রায়েও প্রধান শিক্ষককে স্ব পদে বহাল করতে আদেশ দেওয়া হয়ে থাকে। সভাপতি তাকে বিভিন্ন কারনে সময়ক্ষেপণ করতে থাকে।২০২৪ সালের মার্চে উক্ত কমিটির মেয়াদ শেষ হওয়ায় অভিভাবক সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে। উক্ত নির্বাচনে অভিভাবক সদস্য পদে ইবরাহিম সরদার, ইয়াছিন আলী,জাকির হোসেন, মনিরুল ইসলাম ও ছাবিনা ইয়াসমিন অভিভাবকদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন নির্বাচিত হয়ে তারা ইউপি সদস্য আনিছুর রহমানকে বিদ্যুৎ শাহী সদস্য ও নির্বাচিত সাবেক চেয়ারম্যান ধুলিহর ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সাধারন সম্পাদক মো: মিজানুর রহমান বাবু সানাকে সভাপতি নির্বাচন করেন। তারপরে আবারও গড়িমসি শুরু হয় সাবেক কমিটির সদস্য হুমায়ুন কবির সাতক্ষীরা আদালতে মামলা দায়ের করেন। মামলা চলমান অবস্থায় আছে।কিন্তু যশোর শিক্ষা বোর্ড কর্তৃক বর্তমান কমিটি বহাল থাকায় তারা এক জরুরি সভায় আয়োজন করেন। সভায় সাময়িক সাসপেন্ড হওয়া শিক্ষক আব্দুস সালাম কে স্ব পদে বহাল রাখেন। এতে করে বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের মাঝে এক আনন্দ ঘন পরিবেশের সৃষ্টি হয় এবং এলাকার স্থানীয় ও বিদ্যালয়ের শুভাকাঙ্ক্ষীরা উক্ত কমিটিকে ধন্যবাদ জানান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 satkhirachitra.com
Design & Developed BY CodesHost Limited