November 21, 2024, 8:44 am
ইয়াছীন আলী সরদার
সাতক্ষীরার তালায় আগুনে পুড়ে যাওয়া অসহায় ১৩টি পরিবারকে গৃহ নির্মাণ করে দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী তালা উপজেলা শাখা।
২২ জুন শনিবার সকালে উপজেলার তেতুলিয়া ইউনিয়নের ধলবাড়িয়া গ্রামের ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর মধ্যে বসতবাড়ি বিতরণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ। তালা উপজেলার তেতুলিয়া ইউনিয়ন শাখার আয়োজনে উপজেলা আমির মাওলানা মফিদুল্লার সভাপতিত্বে বসতভিঠা বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা রবিউল বাশার নায়েবে আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, ঢাকা মহানগর দক্ষিণের কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ সিরাজুল ইসলাম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক গাজী সুজায়েত আলী, ডাক্তার মাহমুদুল হক, ডাক্তার আফতাব উদ্দিন, ইউপি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, মেম্বার মোঃ আলাউদ্দিন ,জাতীয় পার্টির মোবারক আলী শেখ ,মাওলানা শহিদুর রহমান, মাওলানা কবিরুল ইসলাম, সাইদুর রহমান, জাহাঙ্গীর হোসেন প্রমূখ।
প্রধান অতিথি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ তার আলোচনায় বলেন ,বাংলাদেশ জামায়াতে ইসলামী আর্ত মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। দুস্থ অসহায় অধিকার বঞ্চিত মানুষের অধিকার ফিরিয়ে আনার দায়িত্ব এই সমাজের বিত্তবানদের ,তাই আসুন দলমত নির্বিশেষে এই সমাজের অসহায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিই। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে তেরো লক্ষাধিক টাকা ব্যয়েনির্মিত বসতঘর উদ্বোধন শেষে মহান আল্লাহর নিকট সকলের কল্যাণ কামনা করে দোয়া করা হয়।
জানা যায়, গত ২২ এপ্রিল সোমবার বিকাল সাড়ে পাঁচটার দিকে তালা উপজেলার তেতুলিয়া ইউনিয়নের ধলবাড়িয়া গ্ৰামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১৩টি পরিবারের ঘরে থাকা সবই মালামাল পুড়ে যায়। এমন মর্মান্তিক খবর পেয়ে বাংলাদেশ জামায়াতেইসলামী অসহায় এসব পরিবারের সদস্যদের পাশে দাঁড়ায়। তালা উপজেলা শাখার ব্যবস্থাপনায় তাদেরকে গৃহ নির্মাণ করে দেয়া হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক অসহায়দেরকে গৃহ নির্মাণে সন্তুষ্ট ও ভূয়সি প্রশংসা করেন নতুন নির্মিত ঘর দেখতে আসা জনসাধারণ।
ক্ষতিগ্রস্ত আব্দুল গনি শেখ, সুরত আলী শেখ, আমিনুর শেখ,ফারুক শেখ, আব্দুল গফুর শেখ, ইকরাজ আলী শেখ,আজিবর শেখ জানান, আমাদের পরিবারের সদস্যদের সব কিছুই পুড়ে ছাই হয়ে গেছে। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দেয়া ঘর পেয়ে আমরা খুশি। পাশাপাশি এ মানবিক সাহয্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন উপকারভোগীর।
Leave a Reply