April 4, 2025, 5:19 am
মোস্তাকীম হোসাইন,ধুলিহর:
আজ ১৯জুন, বুধবার দুপুর ১২ টার সময় হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আকস্মিক ভাবে মারা গেলেন ৮ নং ধুলিহর ইউনিয়ন, ৭ নাম্বার ওয়ার্ড, জাহানাবাজ গ্রামের মৃত মো. জিনতুল্লাহ সরদারের মেজো ছেলে মো. আলিমুদ্দিন সরদার।
পরিবার সূত্রে জানা গেছে মৃত্যুকালে তার বয়স হয়ছিলো ৪৮ বছর।
মৃতের স্ত্রী মোছা.সালমা খাতুন(৩৯), ১টি পুত্র সন্তান মো.সাইদুল ইসলাম বাবু (২২) এবং ১টি কন্যা সন্তান মোছা.সুরাইয়া খাতুন(১৪) আছে বলে জানা গেছে।
মৃতের জানাজা নামাজ বিকাল ৬ টার সময় অনুষ্ঠিত হয়েছে। জানাজা নামাজের ইমামতি করেন মরহুমের ছোট শ্বশুর আলহাজ্ব মাওলানা রওশন আলম।
স্থানীয় ওলামায়ে কেরামদের মধ্যে উপস্থিত ছিলেন খাদিজাতুল কোবরা কমপ্লেক্স ইসলামিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য আরবি প্রভাষক আলহাজ্ব মাওলানা মনিরুল ইসলাম বিলালী, জাহানাবাজ মাঝেরপাড়া জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা শাহাদাত হোসেন।
উপস্থিত ছিলেন সাবেক ৭ ওয়ার্ড ইউপি সদস্য মো.লিয়াকত হোসেন।
আলিমুদ্দীন সরদার সকাল বেলা গরুর জন্যে ঘাস কাটতে বিলে গিয়ছিলো।এক বস্তা ঘাস নিয়ে বাড়ি ফিরে গোসল করেন তিনি।এরপর বারান্দায় মুড়ি খাওয়া অবস্থায় হঠাৎ পড়ে গেলে পরিবারের লোকজন তাড়াহুড়া করে সাতক্ষীরা ইসলামী হাসপাতালে নিয়ে যান।হাসপাতালের কর্তব্যরত ডাক্তার পরিক্ষা-নিরিক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply