November 21, 2024, 8:57 am
আবুল হোসেন,সাতক্ষীরা,ঘোনা প্রতিনিধিঃ
মুসলমানদের জীবনে অন্যতম সবথেকে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। ঈদ মানে খুশি। মুসলমানদের জীবনে আনন্দের বার্তা নিয়ে আসে ঈদ।
পূর্নতা, আনন্দ, বিজয়ের বার্তা নিয়ে আগমন ঘটে এরপর থেকেই প্রতিটা মুসলিম উৎসবের আমেজে মেতে ওঠে। ছোট বড় সবাই আনন্দে উদ্বেলিত হয়ে ওঠে। পূর্বের সব হিংসা- বিদ্বেষ -বিচ্ছিন্নতা ভুলে সৌহার্দ্য-সম্প্রীতি-ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয় প্রতিটি মানুষ।
অতীত জীবনের সকল পাপ-পঙ্কিলতা থেকে মুক্ত হওয়ার অনুভূতি ধারণ করেই পরিপূর্ণতা লাভ করে ঈদের খুশি। ধনী-গরিব সব মানুষের মহামিলনের বার্তা বহন করে। ঈদুল ফিতর ভাতৃত্ববন্ধন অটুট রাখতে উদ্বুদ্ধ করে।
সাতক্ষীরা ঘোন নতুনঈদগাহ ময়দানে (১৭ জুন) সোমবার সকাল ৭:০০মিনিটে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
মাওঃ আব্দুল ওয়াদুদ এর ইমামতিতে ইদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়। ইমামের বয়ান শেষে ঈদুল আজহার নামাজের খুতবা পাঠ করা হয়। দোয়া ও মোনাজাতে চোখের পানি ছেড়ে দিয়ে দুহাত তুলে মুসলিম উম্মাহ জন্য দেশ ও জাতির কল্যাণ, সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
Leave a Reply