April 4, 2025, 5:49 am
রুহুল কুদ্দুস (সাতক্ষীরা)ধুলিহর প্রতিনিধি :- ত্যাগ ও কোরাবানির মাধ্যমে ধুলিহর বায়তুন নুর জামে মাসজিদে পবিত্র ঈদুল আজহার ঈদের নামাজ ও কোরবানি সম্পন্ন হয়েছে। উক্ত ঈদের নামাজের ইমামতি করেন উক্ত মাসজিদের খতিব হাফেজ ক্বরী মুহাদ্দিস আনোয়ারুল ইসলাম তিনি প্রথমে বাংলা খুতবাহ পাঠ করে সকলকে শোনান তিনি বলেন কোরবানি হলো অর্থের ত্যাগ ও বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেনএবং তারপরে ঈদের নামাজের ইমামতি করে তারপরে আরবী খুতবাহ পাঠ করেন তার পরে অত্র মাসজিদের সভাপতি প্রভাষক মো: আরিফুল ইসলাম তিনি বলেন তিনটা জিনিস মানুষের নেক আমল কে ধ্বংস এক অহংকার দুই লোভ ও হিংসা আমরা সকলে নিরহংকারী জীবন যাপন করতে হবে আমরা সকলে সকল কে আজ এই পবিত্র দিনে ক্ষমা করে দেই।সবাই মিলে মিশে থাকি ঝগড়া বিপদ আপদ থেকে একে অপরকে সাহায্য সহযোগিতা করব ইনশাআল্লাহ এছাড়া আরো উপস্থিত ছিলেন অত্র মাসজিদের সাধারণ সম্পাদক মো: আতাউর রহমান রিংকু কোষাধ্যক্ষ মো: শফিকুল ইসলাম যুব কমিটির সভাপতি জহুরুল ইসলাম হাঃআসাদুল ইসলাম মাসজিদের ইমাম ও মুয়াজ্জিন হাফেজ রাশিদুল ইসলাম সহ স্থানীয় মুসুল্লি বৃন্দ নামাজ শেষে মিলাদ ও কিয়াম করেন এ বি এম মাওলানা মনিরুজ্জামান হেলালি কিয়াম শেষে মোনাজাত দোয়া পরিচালনা করেন খতিব মাওলানা আনোয়ারুল ইসলাম মোনাজাতে মুসলিম উম্মাহর জন্য দোয়া ও শান্তি কামনা করা হয়।
Leave a Reply