April 4, 2025, 5:59 am
মোস্তাকীম হোসাইন, ধুলিহর :
ত্যাগের মহিমা নিয়ে এলো পবিত্র ঈদুল আজহা। ইসলাম ধর্মাবলম্বীদের এ ধর্মীয় উৎসবের আনুষ্ঠানিকতায় রয়েছে ঈদের নামাজ ও পশু কোরবানি।তারই সুবাদে আজ ১৭ জুন সোমবার সকাল সাড়ে ৭ টার সময় জাহানাবাজ কেন্দীয় জামে মসজিদ সংলগ্ন নতুন নির্মিত ঈদগাহ ময়দানে ঈদুল আযহার নামাজ আদায় করেন শত শত ধর্মপ্রাণ মুসল্লী।হযরত মাওলানা মোঃ আবজাল শরীফ এই নামাজের ইমামতি করেন।ইমাম সাহেব তার বয়ানে কোরবানির ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা,করণীয় এবং বর্জনীয় বিষয়গুলোর সম্পর্কিত বিষাধ আলোচনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সম্মানিত সভাপতি মাস্টার মোঃ আসাদুল ইসলাম, সহ-সভাপতি মোঃ সাঈদ সরদার, সেক্রেটারি মোঃ মফিজুল সরদার সহ মসজিদ কমিটির অন্যান্য সব সদস্যবৃন্দ।
সভাপতির সৌজন্যে বক্তব্যে তিনি বলেন, পশু কুরবানীর সাথে সাথে আমাদের মনের সকল কুপ্রবৃত্তিকেও কোরবানি দিতে হবে।হিংসা-বিদ্বেষ ভুলে গিয়ে একে অপরের প্রতি ভালবাসার বন্ধন কে আরো বেশি মজবুত করতে হবে।
তিনি কুরবানী পশুর চামড়া সংরক্ষণ,সঠিক কার্যপদ্ধতি, বর্জ অপ্রসারণ এবং পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কিত অনেক কথা বলে।
এরপর ঈদুল আযহার দুই রাকাত নামাজ, খুতবাহ এবং বিশেষ মোনাজাত শেষ করে মুসল্লিরা শান্তিপূর্ণভাবে ঈদগাহ ত্যাগ করেন।
Leave a Reply