November 21, 2024, 9:02 am
আরিফ হোসেন রনি(সাতক্ষীরা) :-
১৬ জুন’২৪ ইং রবিবার, সাতক্ষীরা সদর উপজেলার ৬ নং ভোমরা ইউনিয়নের শাঁখরা বাজারে কাঁচা বাজারে সবজি, মাছ সহ নিত্য পন্যের বাজার অস্থির সময় অতিক্রম করছে। প্রতিটি সবজির মূল্য উর্দ্ধমুখি। আলুর বাজার অতীতের সব ধরনের রেকর্ড ভঙ্গ করেছে। সবজির মূল্য যে হঠাৎ করেই বৃদ্ধি পেয়েছে। এ ব্যাপারে ব্যবসায়ীদের কাছে জানতে চাইলে তারা বলেন, আগামীকাল ১৭ জুন’২৪ সোমবার কোরবানির ঈদ এজন্য সকল প্রকার সবজির দাম বৃদ্ধি পেয়েছে।
সাতক্ষীরা জেলা বরাবরই সবজি উৎপাদনকারী জেলা হিসেবে বিশেষ ভাবে পরিচিতি এই জেলার সবজি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকাতে যায়। এক কথায় বলা যায়, সাতক্ষীরার উৎপাদিত সবজি দেশের বিভিন্ন এলাকার চাহিদা মিটিয়ে থাকে; কিন্তু বাস্তবতা হলো খোদ সাতক্ষীরার হাট বাজার গুলোতে সবজির মূল্য সাধারন মানুষের ক্রয় ক্ষমতার বাইরে যেতে বসেছে। জেলা শহরের বড় বাজার হতে শুরু করে প্রত্যন্ত এলাকার হাট-বাজার গুলোতে সবজির মূল্য বৃদ্ধি ক্রেতা তথা ভোক্তা সাধারনকে কাঙ্খিত প্রয়োজনীয় সবজি সংগ্রহ হতে বিরত রাখছে। সাতক্ষীরা’র শাঁখরা বাজারে প্রতি কেজি গোল আলু বিক্রি হচ্ছে ৫৫ টাকায়। কাঁচা ঝালের মূল্য বৃদ্ধির উৎসব ঘটেছে। কেজি প্রতি ৩০০ টাকা মূল্যে বিক্রি হচ্ছে কাঁচা ঝাল। কাচকলা, বড়কলা, ছোট সাইজের লাউয়ের মূল্য প্রতিটি ৪০ থেকে ৫০ টাকা। শীতকালীন সবজি বাঁধাকপি গ্রীষ্ম ঋতুতে বিক্রি হচ্ছে ৩৫-৪০টাকা।যেটা শীত মৌসুমে ১৫-২০ টাকা বিক্রি হতো। পুঁইশাকের বর্তমান বাজার মূল্য চলছে ২০ টাকা।অন্য বছরের ন্যায় এ বছরে পুঁইশাকের বাজার মূল্য ঊর্ধমূখী। অন্য বছরে শাঁখরা বাজারে পুঁইশাক ৫ টাকা বা তারও কমে পাওয়া যেত। এছাড়া ঢেঁড়শ, পটল, মিষ্টিকুমড়া, কচু, কচুর লতি, পেচেঙ্গা সহ অপরাপর সবজির ঊর্ধগতি পরিলক্ষিত হয়। তবে বাস্তবতা হলো উৎপাদন বাজারে যে ভাবে হু হু করে বাড়ছে সবজির বাজার সেই মূল্য হতে বরাবরই বঞ্চিত কৃষকরা।
ব্যবসায়ীদের কাছ থেকে আরোও জানা যায, এক শ্রেনির পাইকার ব্যবসায়ীরা কৃষকের ক্ষেত হতে সবজি পাইকারি মূল্যে ক্রয় পরবর্তী সবজি কয়েক হাত বদল হয় যে কারনে মূল্য বৃদ্ধির প্রবনতা সর্বাধিক। শাঁখরা’র সবজি বাজারে আরও এক পরিস্থিতি সাধারন ক্রেতাদেরকে ভোগান্তীতে ফেলেছে একই সবজি একই বাজারে ভিন্ন ভিন্ন মূল্য যে কারনেও ক্রেতা সাধারন প্রতি মুহুর্তে বিরক্ত ও বিব্রত হচ্ছে।
Leave a Reply