August 30, 2025, 10:44 am
মোঃ রাশেদ রেজা,বল্লী(সাতক্ষীরা)প্রতিনিধি
আজ ১৫ ই জুন, শনিবার, সাতক্ষীরা সদর উপজেলার অন্তর্ভুক্ত ১১নং ঝাউডাঙ্গা ইউনিয়ন এর ০৯ নং ওয়ার্ড উত্তর দেবনগরে এক অদ্ভুত বন্যপ্রাণীর দেখা মিলেছে। উত্তর দেবনগরের ছবেদ আলীর মোড়ের পাশ্ববর্তী প্রবাসী মুক্তার আলী গোয়াল ঘর থেকে বন্যপ্রানীগুলো উদ্ধার হয়। গরুর খাবার দেওয়ার সময় প্রানীগুলো দেখতে পাই, এসময় ৩ টা বাচ্চা এবং তাদের মা ঐখানে থাকে। কিন্তু সেখানে জনসমাগম হলে মা বাচ্চাদেরকে রেখে পালিয়ে যায়। স্হানীয় কয়েকজন যুবক বাচ্চা ৩ টিকে উদ্ধার করে। অনেকে সড়ীল নামে আখ্যায়িত করছেন। পরে স্হানীয় যুবক সেলিম মাহমুদ ফায়ার সার্ভিস এবং বন বিভাগে বিষয়টি সম্পর্কে অবগত করেছে।
Leave a Reply