November 21, 2024, 11:22 am
আবুল হোসেন:
মানুষ সামাজিক জীব।সমাজ ছাড়া সে চলতে পারে না।তাই সে জন্মগত ভাবে সমাজ জীবনের প্রতি আসক্ত। মানুষের দায়িত্ব নিজের পরিবার পরিজন, আত্মীয় স্বজনের,প্রতিবেশী ও সমাজের সকল শ্রেণির মানুষের কল্যাণ সাধন করা। ইসলামে ‘হুক্কুল ইবাদ’ অপরের প্রতি দায়িত্ব পালন একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব ও ইবাদত বলে ঘোষণা করা হয়েছে। আল্লাহ বলেন ” তোমরা শ্রেষ্ঠ জাতি।তোমাদের আবির্ভাব হয়েছে মানুষের কল্যাণের জন্য। রাসুলুল্লাহ সাঃ বলেন “একে অপরকে ভালোবাসতে না পারলে ইমানদার হতে পারবে না”।অ্যারিস্টটলের মতে ” মানুষ সামাজিক জীব। যে সামাজিক নয় সে হয়তো দেবতা নয়তো পশু। হযরত ওমর (রা) বলেন রাসুলে আকরাম (সা.) বলেন যে ব্যক্তি নিজের ভাইয়ের প্রয়োজন মিটাবে আল্লাহ তার প্রয়োজন মিটাবেন।যে ব্যক্তি কোন মানুষকে বিপদমুক্ত করবেন আল্লাহ আখিরাতে তাকে বিপদমুক্ত করবেন।
তাই আসুন আমরা যতটুকু পারি মানুষের উপকারে এগিয়ে আসি।
Leave a Reply