December 26, 2024, 7:05 pm
মোঃ আরিফ হোসেন রনি,(সাতক্ষীরা),ভোমরা প্রতিনিধি:-
সাতক্ষীরা সদর উপজেলাধীন ৬নং ভোমরা ইউনিয়নের বৈচনা-চৌবাড়িয়া (তেঘরী) সম্মিলিত সমাজকল্যাণ সংঘের উদ্যোগে নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আজ ১লা জুন ২০২৪ তাং শনিবার সন্ধ্যা ৭.৩০ মিনিটে মনিরুল ইসলামে পরিচালনায় কাজী আব্দুল আজীজের সভাপতিত্বে উপদেষ্টা কাজী আব্দুর রশিদ এর উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ মশিউর রহমান বাবু।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভাইস-চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শামস ইশতিয়াক শোভন।
এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার জাহিদ তপন,ইউনিয়ন সভাপতি আব্দুল মোমিন,বিশিষ্ট ব্যবসায়ী ও শ্রমিক নেতা তরিকুল ইসলাম, বৈচনা-চৌবাড়িয়া (তেঘরী) সম্মিলিত সমাজকল্যাণ সংঘের উপদেষ্টা ডাঃ আব্দুল হামিদ,সভাপতি কাজী আব্দুল আজীজ, দপ্তর সম্পাদক ইয়াছিন আলী, অর্থ সম্পাদক সাইফুল ইসলামসহ সকল পর্যায়ের সদস্য ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
এসময় অতিথিরা বলেন, সাতক্ষীরা সদর উপজেলাকে সন্ত্রাস, দূর্নীতি ও মাদক মুক্ত উপজেলা হিসাবে গড়ে তোলার জন্য প্রচেষ্টা অব্যাহত থাকবে।উপজেলা পরিষদ হবে জনগণের পরিষদ।দূর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
Leave a Reply