November 21, 2024, 8:53 am

তালায় ঘোষ সনৎ কুমার উপজেলা চেয়ারম্যান, ইখতিয়ার হোসেন ও মোস্তারী সুলতানা ভাইস চেয়ারম্যান নির্বাচিত

তালায় ঘোষ সনৎ কুমার উপজেলা চেয়ারম্যান, ইখতিয়ার হোসেন ও মোস্তারী সুলতানা ভাইস চেয়ারম্যান নির্বাচিত

ইয়াছীন আলী সরদারঃ
সাতক্ষীরার তালা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ঘোষ সনৎ কুমার কাপপিরিচ প্রতীক নিয়ে ৪৬ হাজার ৪৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ নিয়ে টানা চতুর্থ বারের মত নির্বাচিত হলেন তিনি।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সরদার মশিয়ার রহমান চিংড়ি মাছ প্রতীক পেয়েছেন ৩২ হাজার ৪১৩ ভোট। তিনি ৫ম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলেন। এছাড়া উপজেলা জাতীয় পাটির সভাপতি ও সাবেক তালা সদর ইউপি চেয়ারম্যান সাংবাদিক এস,এম,নজরুল ইসলাম ঘোড়া প্রতিক ৩১ হাজার ১৪ ভোট, খেশরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো:আমিনুল ইসলাম দোয়াত-কলম প্রতীক পেয়েছেন ৭ হাজার ৩৭১ ভোট,সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান গোলদার মোটর সাইকেল প্রতীক ২ হাজার ৯৪৫ ভোট,জেলা কৃষকলীগের সাবেক সভাপতি বিশ্বজিত সাধু হেলিকাপ্টার প্রতীক ১ হাজার ৯৭৫ ভোট,অবসরপ্রাপ্ত অধ্যাপক এম এ মালেক শেখ আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৪৪৬ ভোট।
এদিকে ভাইস চেয়ারম্যান মাইক প্রতীক নিয়ে মোঃ ইখতিয়ার হোসেন ৪৪ হাজার ৮২২ ভোট পেয়ে নির্াচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: শাহ আলম টিটু টিউবওয়েল প্রতীক পেয়েছেন ২৫ হাজার ৬৪২ ভোট। এছাড়া মো: নাজমুল হুদা পলাশ টিয়াপাখি পেয়েছেন ১৯ হাজার ৯৬০ ভোট,কাজী ইমরান হোসেন উড়োজাহাজ ১৩ হাজার ৮৯৯ ভোট,আব্দুল জব্বার তালা প্রতীক নিয়ে পেয়েছেন ১০ হাজার ৬৩০ ভোট ,মো: বাবলুর রশিদ শেখ চশমা প্রতীক পেয়েছেন ৩ হাজার ৮০৫ ভোট। মহিলা ভা্ইস চেয়ারম্যান পদে বল প্রতীকের মোস্তারী সুলতানা পুতুল ৬৯ হাজার ৯৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুরশীদা পারভীন কলস প্রতীক পেয়েছেন ৪৮ হাজার ৮১০ ভোট। এ উপজেলায় ২ লাখ ৬৬ হাজার ২৩৪ জন ভোটার রয়েছেন। এরমধ্যে পুরুষ ভোটার ১লাখ ৩৪ হাজার ১৮১ জন, নারী ভোটার ১লাখ ৩২ হাজার ৫২ জন এবং একজন হিজড়া ভোটার রয়েছেন। উপজেলা রিটার্ং অফিসারের তথ্যানুযায়ী বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ২২ হাজার ৬২২,বাতিল হয়েছে ৪ হাজার ১০৬ ভোট। মোট ভোট পড়েছে ১ লাখ ২৬ হাজার ৭২৮ ভোট। প্রদত্ত ভোটের শতকরা হার ৪৭.৬০%


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 satkhirachitra.com
Design & Developed BY CodesHost Limited