December 26, 2024, 11:06 pm
মোঃ রাশেদ রেজা,বল্লী প্রতিনিধি:
সাতক্ষীরা সদর উপজেলার অন্তগত ঝাউডাঙ্গা ইউনিয়ন এর ৭ নং ওয়ার্ড, বলাডাঙ্গা গ্রামে পুলিশ কনস্টেবল মোঃ আজিবার রহমানকে গরু জবাই করা ছুরি দিয়ে মারাত্মকভাবে জখম করে তারই আপন ভাই আফসার। ঘটনাটি ঘটে গত ০৩ মে শুক্রবার দিবাগত রাতে। মারাত্মকভাবে আহত অবস্থায় প্রাথমিকভাবে পুলিশ কনস্টেবল আফসারকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক তাকে ফেরত দিলে তাৎক্ষনিকভাবে সাতক্ষীরা মেডিকেল নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখান থেকে ও ফেরত দেওয়া হলে তাৎক্ষণিকভাবে তাকে খুলনা মেডিকেল এ নিয়ে যাওয়া হয়। দুইদিন যাবত আই সি ইউ তে রাখা হলে ও তার অবস্থার কোনো উন্নতি হয় না। অবশেষে গত ০৫ মে রবিবার রাত আনুমানিক ১২ টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এলাকাবাসীদের কাছ থেকে জানা যায়, জমি-জামা বিষয়ক শত্রুতার জের ধরে এ ঘটনাটি পূর্ব পরিকল্পনামাফিক ঘটানো হয়। উক্ত ঘটনাটিতে এলাকাবাসির মাঝে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসিরা খুনি আফসারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান,নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। শুক্রবারে রাতের ঘটনায় আফসার আলীর নামে একটি মামলা হয়েছে। মামলাটি এখন হত্যা মামলা হিসেবে রেকর্ড করা হবে ।মামলার আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Leave a Reply