December 27, 2024, 1:20 am
মাসুদুর রহমান সুরুজ: পাটকেলঘাটা প্রতিনিধি :
তালার পাটকেলঘাটায় নিজস্ব অর্থায়নে ১ কিলোমিটার রাস্তা সংস্কারের উদ্যোগ নিয়েছেন উপজেলার তৈলকুপি গ্রামের এলাকাবাসী। বুধবার সুরুলিয়া ইউনিয়নের তৈলকপি চরাট মোড় এলাকা থেকে গাজী পাড়ার মসজিদ পর্যন্ত এ রাস্তার সংস্কার করা হয়। এ সময় উপস্থিত থেকে কাজের দেখভাল করেন সারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হাফেজ শাহ আলম, ইউনিয়ন জামাতের আমির মাওলানা আমিনুল ইসলাম, হাফেজ মতিউর রহমান, তোফাজ্জল হোসেন, শহীদুল্লাহ সহ আরো অনেকে।
এলাকার মূল বাণিজ্যিক কেন্দ্র পাটকেলঘাটা বাজারে যাওয়ার রাস্তাটি বেহাল অবস্থায় ছিল। উপয়ান্তর না দেখে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার করেন এলাকাবাসী।
প্রায় ১ কিলোমিটার রাস্তা রাভিস ও খোয়া দিয়ে সংস্কার কাজ করা হয়।
এলাকার জাহিদ হাসান জানান, দীর্ঘদিন রাস্তাটি চলাচলে অনুপযোগী হয়ে উঠেছিল। শত শত মানুষের চলাফেরার ভোগান্তির কারণ হয়ে দাঁড়াচ্ছিল এটি। বিশেষত এখন বোরো ধান কাটার মৌসুম চলছে, এ রাস্তা দিয়ে ইঞ্জিন ভ্যান টলি সহ বিভিন্ন যানবাহনে করে ধান আনতে গেলে উল্টে যাওয়ার উপক্রম হতো । তাছাড়া রোগী ও বৃদ্ধদের চিকিৎসার জন্য, স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল।
খানাখন্দে চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় দিনের পর দিন এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। তাই নিজেদের অর্থায়নে গ্রামবাসী রাস্তাটি সংস্কার করেছেন।
এ ব্যাপারে সরুলিয়া ইউনিয়ন পরিষদের মেম্বর আব্দুল হামিদ জানান, সাময়িক অসুবিধার জন্য এলাকাবাসী নিজেদের অর্থায়নে সংস্কার কাজ করছেন। সরকারি বাজেট হলে পরবর্তীতে কাজ সম্পন্ন করা হবে।
Leave a Reply