November 21, 2024, 8:39 am
মোঃ আরিফ হোসেন, ভোমরা প্রতিনিধি :- সাতক্ষীরা সদরের ৬নং ভোমরা ইউনিয়ন পরিষদে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে চাউল বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। ০৮ ই এপ্রিল ২০২৪ তাং সোমবার সকাল ৯টা থেকে চাউল বিতরণ শুরু হয়।
৬নং ভোমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মোঃ ইসরাইল গাজীর সভাপতিত্বে দারিদ্রদের মাঝে চাউল বিতরণ কর্যক্রম শুরু হয়।
এসময় ইউপি চেয়ারম্যান মোঃ ইসরাইল গাজী উদ্বোধনী বক্তব্যে বলেন, প্রত্যেক দারিদ্র মানুষেরা আসন্ন ঈদ যেন সুন্দরভাবে উপভোগ করতে পারে। তিনি আরো বলেন, চাউল বিতরণ কার্যক্রম কর্মসূচি ঈদের পূর্বে সারাদেশ ব্যাপী পালন করা হচ্ছে। তারই ধারাবাহিতায় ০৮ এপ্রিল ২০২৪ তাং সোমবার ভোমরা ইউনিয়ন পরিষদ,সাতক্ষীরা’র পক্ষ থেকে চাউল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন ভোমরা ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ডের মেম্বারগণ ও গ্রাম পুলিশসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
এসময় ইউনিয়নের প্রতিটা ওয়ার্ড থেকে ইউনিয়ন পরিষদে শত শত মানুষের ঢল পরিলক্ষিত হয়।
এসময় পুরুষ মেম্বারগণ স্ব স্ব ওয়ার্ডের জনগণের মাঝে নিজেদের উপস্থিতিতে গ্রাম পুলিশদের সহযোগিতায় ইউনিয়ন পরিষদে চাউল বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।
Leave a Reply