January 3, 2025, 7:57 am

আশাশুনি উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলামের গণসংযোগ 

আশাশুনি উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলামের গণসংযোগ 

এস, এম মোস্তাফিজুর রহমান।। আসন্ন আশাশুনি উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী এ্যাড. শহিদুল ইসলামের পক্ষ থেকে উপজেলার বিভিন্নস্থানে গণসংযোগ, মতবিনিময় ও লিফলেট বিতরণ কার্যক্রম অব্যহত রয়েছে। প্রতিদিন সকাল থেকে ধারাবাহিকভাবে উপজেলার ১১ ইউনিয়নের ৯৯টি ওয়ার্ডের পাড়া-মহল্লায়, হাটবাজার ও গুরুত্বপূর্ণ স্থানে গণসংযোগ, মতবিনিময় ও লিফলেট বিতরণ কার্যক্রম অব্যহত রেখেছেন। উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, সাতক্ষীরা জজ কোর্টের সিনিয়র আইনজীবী ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এ্যাডভোকেট শহিদুল ইসলাম প্রতিদিন ভিন্ন ভিন্ন স্থানে গণসংযোগ, মতবিনিময় ও লিফলেট বিতরণকালে তিনি নির্বাচিত হতে পারলে এলাকার অসহায় মানুষের পাশে থাকা, এলাকার সমস্যা নিরসনে আত্মনিয়োগী হওয়া, অনিয়ম দুর্নীতি প্রতিরোধ করা, মাদক নির্মূল করা, এলাকার জলাবদ্ধতা দূর করা, সকল সরকারি সহায়তা তছরুফ বা আত্মসাৎ না করে বিতরণ করা, রাস্তাঘাটের উন্নয়ন করাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালার অঙ্গীকার করছেন। তিনি উপজেলার সকলকে তারঙ জনকল্যাণমূলক চিন্তাভাবনাকে বাস্তবায়নে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে তার পাশে থাকতে অনুরোধ জানান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 satkhirachitra.com
Design & Developed BY CodesHost Limited