November 21, 2024, 9:11 am
আব্দুল করিম সাতক্ষীরা চিত্র (ধুলিহর ইউনিয়ন প্রতিনিধি): ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত সাতক্ষীরা সদর উপজেলার মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক শিক্ষিকাদের নিয়ে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উদ্যাপন উপলক্ষে “স্বাধীনতার গুরুত্ব ও তাৎপর্য” শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জনাব মোঃ মেহেদী হাসান, উপ পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন, সাতক্ষীরা এর সভাপতিত্বে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে অর্থসহ তেলাওয়াত করেন ইফার শিক্ষক মোঃ আখতারুজ্জামান, উদ্ভাবনী বক্তব্য পেশ করেন (এফও) মোঃ হাসানুজ্জামান, বিশের অতিথি বক্তব্য পেশ করেন জনাব মাওঃ মোঃ আলতাফ হুসাইন, প্রিন্সিপাল আহসানিয়া মিশন মাদ্রাসা, প্রধান অতিথি হিসাবে বক্তব্য পেশ করেন জনাব মোঃ জাহারুল ইসলাম, জেলা তথ্য অফিসার, সাতক্ষীরা, প্রধান অতিথি তার বক্তব্য বলেন ২৬ শে মার্চ আমাদের যথাযথ পালন করতে হবে আমরা স্বাধীন হিসাবে বিশ্বের মাঝে পরিচয় দিতে সক্ষম হয়েছি, পরাধীনতা হতে মুক্তি পেয়েছি যে সকল দেশ এখনো পরাধীন আছে তারাই বুঝে স্বাধীনতার মর্ম।
মাস্টার ট্রেনার মোঃ আবুল কালাম, শহীদদের প্রতি দোয়া ও মোনাজাতের মধ্যে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
Leave a Reply