January 28, 2025, 10:08 pm

ঢাকায় অবস্থানরত পাটকেলঘাটা আল আমিন ফাজিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের পূর্নমিলনী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

ঢাকায় অবস্থানরত পাটকেলঘাটা আল আমিন ফাজিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের পূর্নমিলনী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

ইয়াছীন আলী সরদার।।
শিকড়ের টানে ঐক্যবদ্ধ হই এই স্লোগানকে সামনে রেখে ঢাকায় অবস্থানরত পাটকেলঘাটা আল আমিন ফাজিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে পুনর্মিলনী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ ই মার্চ) রাজধানীর উত্তরার একটি হলরুমে প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে এই পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। জিএম হাফিজুর রহমানের সভাপতিত্বে ও মোহাম্মদ নাসির উদ্দিন খানের পরিচালনায় উক্ত পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার পাটকেলঘাটা আল-আমিন ফাজিল মাদ্রাসা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সম্মানিত উপদেষ্টা প্রাক্তন অধ্যক্ষ, মাওলানা , এ কে এম মমতাজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সম্মানিত সিনিয়র শিক্ষক এস এম মাওলানা রেজাউল করিম। অনুষ্ঠানে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদেরকে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়। সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের পরামর্শে আগামীতে পাটকেলঘাটা আল-আমিন ফাজিল মাদ্রাসার নিজস্ব ক্যাম্পাসে এ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে পুনর্মিলনী অনুষ্ঠান করার সিদ্ধান্ত গৃহীত হয়।

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 satkhirachitra.com
Design & Developed BY CodesHost Limited