January 2, 2025, 11:34 pm
রুহুল কুদ্দুস , সাতক্ষীরা :সাতক্ষীরা সদরেরর যুব ফোরামের দক্ষতা বৃদ্ধি বিষয়ক তিনদিনের প্রশিক্ষন শুরু হয়েছে।বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে অগ্রগতি রিসোর্টে সাতক্ষীরা সদর উপজেলার যুব ফোরামের সদস্যদের সংবেদনশীল ও অসাম্প্রদায়িক সমাজ গঠনে যুব নেতৃত্ব এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে বিষয়ক দক্ষতা বৃদ্ধি বিষয়ক এ তিনদিনের প্রশিক্ষন শুরু হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো.সরওয়ার হোসেন।
প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আস্থা প্রকল্পের প্রকল্প ম্যানেজার রাবেয়া বসরী,ক্লাস্টার সমন্বয়কারী শেখ জার্জেস উল্লাহ,ক্লাস্টার ওয়ান এর মনিটারিং ও রিপোর্টং অফিসার রিশাত রওশন,জেলা সমন্বয়কারী মাসুদ রানা,ফিল্ড অফিসার বিপুল রায়,জেলা নাগরিক প্লাট ফর্মের সভাপতি সিদ্দিকুর রহমান,অগ্রগতি সংস্থার পরিচালক আব্দুস সবুর বিশ্বাস দৈনিক প্রানের বাংলাদেশের সাংবাদিক নাজমুল আলম মুন্না এবং যুব ফোরামের সদস্যরা।প্রান্তিক জনগোষ্ঠীর সাথে কিভাবে কাজ করা যায় এবং সম্প্রীতি রক্ষায় যুব সমাজ কিভাবে ভুমিকা রাখতে পারে তার উপরে বিস্তারিত প্রশিক্ষন চলমান থাকে।প্রকল্পটি বাস্তবায়ন করে রুপান্তর।
Leave a Reply