January 2, 2025, 4:37 pm
নিজস্ব প্রতিনিধি:
গত কয়েকদিন যাবত সাতক্ষীরায় বেপরোয়া হয়ে উঠেছে ইজিবাইক চোর চক্রের সদস্যরা। বিভিন্ন স্থান থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে ইজি বাইকের যাত্রী হয়ে এমনটি ঘটাচ্ছে বলে জানা গিয়েছে। গত ২৯শে জুন সাতক্ষীরার বাইপাস সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে ছিনতাই কালে একজনকে আটক করলেও এখনো পাওয়া যায়নি চোর চক্রের মূল হোতা ও ছিনতাইকৃত ইজিবাই গুলো। এদিকে সপ্তাহ যেতে না যেতেই আবারো বৃহস্পতিবার (০৪ জুলাই) দুপুর ০৩ টার দিকে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের পিছনে রথখোলার মাঠ এলাকায় পরিত্যক্ত পুকুরে অচেতন অবস্থায় পড়ে থাকা মহিবুল্লাহ সরদার (২৩) কে পথচারীদের সহায়তায় উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন তার স্বজনরা।
মহিবুল্লাহ সরদার সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর উমরাপাড়া গ্রামের মোকছেদ সরদারের ছেলে।
উমরাপাড়া গ্রামের এবাদুল সরদার জানান, তার চাচাতো ভাই মহিবুল্লাহ সরদার বুধহাটা বাজার থেকে দুই জন পুরুষ যাত্রী আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত কর্মকর্তা পরিচয় দিয়ে ইজিবাইকে করে সাতক্ষীরা শহরের উদ্দেশ্যে আসে।ওই যাত্রীদের কথামতো সাতক্ষীরা শহরের বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করে। ইজি বাইক চালক মহিবুল্লাহ কে সুকৌশলে চেতনা নাশক মিশিয়ে রুটি কলা খাওয়ায়ে অচেতন করে তার একমাত্র আয়ের উৎস ইজিবাইক ও মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায় ছিনতাইকারীরা।বর্তমানে ইজিবাইক চালক মহিবুল্লাহ সরদার
অচেতন অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। তিনি দীর্ঘ দিন ধরে ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করেন। এ ব্যাপারে রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত সময়ে মহিবুল্লাহ সরদারের পিতা মোকছেদ আলী সরদার বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
Leave a Reply