January 3, 2025, 3:28 am
আব্দুল করিম(সাতক্ষীরা)ধুলিহর প্রতিনিধি: দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান খাদিজাতুল কোবরা কমপ্লেক্সাধীন হযরত আবুবকর সিদ্দিক (রা:) ইসলামিয়া কামিল মাদ্রাসায় আলিম পরীক্ষার্থী ২০২৪ এর সাময়িক বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১০ জুন সোমবার আবুবকর সিদ্দিক (রা:) ইসলামিয়া কামিল মাদ্রাসার হল রুমে এ সাময়িক বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করে স্বাগত বক্তব্য পেশ করেন আবুবকর সিদ্দিক (রা:) ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মাওঃ মোঃ হাফিজুর রহমান।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মাওলানা মুফতি মো: আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলার ০৮ নং ধুলিহর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মিজানুর রহমান চৌধুরি। এসময় প্রধান অতিথি বলেন, অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। মাদরাসার উন্নয়নের জন্য আমি আপনাদের পাশে সবসময়ে আছি এবং থাকব। বিশেষ অতিথি বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা: আবুল কালাম বাবলা। এসময় আরো উপস্থিত ছিলেন গভর্নিং বডির সদস্য মোঃ নুরুল হক, ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান, টি.আর এস. এম. শওকত আলি, সহকারী অধ্যাপক (আরবি) মাওঃ মনিরুল ইসলাম বেলালি, মাওঃ মোঃ ওসমান গণি, মাদরাসার সকল শিক্ষক মন্ডলী সহ শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানের সভাপতি বক্তব্যে বলেন পরকালের মুক্তির জন্য এই মাদরাসা, মসজিদ, এতিমখানা, কবরস্থান, টেকনিক্যাল কলেজ, হাসপাতাল,পাবলিক লাইব্রেরি প্রতিষ্ঠান পরিচালনা করছি ৷ ৮ টি প্রতিষ্ঠানের মধ্যে হাসপাতাল আর কলেজ ছাড়া বাকি সকল প্রতিষ্ঠান আপনাদের সামনে কার্যক্রম চলমান। অল্পদিনের মধ্যে এই দুটি প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ । আমাদের সাথে থাকবেন সহোযোগিতা করবেন, ইনশাআল্লাহ আমরা কাঙ্ক্ষিত মনজিলে পৌঁছাতে পারব।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মাদরাসার সহকারি অধ্যাপক (বাংলা) মোঃ শফিকুল ইসলাম।
Leave a Reply