February 8, 2025, 8:14 pm
তালা ও পাটকেলঘাটা সংবাদদাতা :
১মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে তালায় বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার সকাল সাতটায় উপজেলা কাঠমিস্ত্রি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে সভাপতি কবিরুল ইসলামের নেতৃত্বে র্যালিটি তালা প্রেসক্লাব উপজেলা পরিষদ সহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেলা বাজারে এসে শেষ হয়। রিক্সা ভ্যান ঠেলাগাড়ি শ্রমিক ইউনিয়নের উপজেলা সভাপতি আমিনুর রহমানের নেতৃত্বে রালিতে অংশগ্রহণ করেন শ্রমিকরা। এছাড়া চাতাল শ্রমিকরাও র্যালিতে অংশগ্রহণ করেন।
অপর দিকে পাটকেলঘাটা থানাতেও সকাল ৭টা৩০মিনিটে বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়। শ্রমিক নেতা আব্দুল মালেক ও রফিকুল ইসলামের নেতৃত্বে র্যালিটি পাটকেলঘাটা বলফিল্ড থেকে শুরু হয়ে পাঁচ রাস্তা মোড় কাউন্সিল রোড ঘুরে কলেজ রোডের তিন রাস্তার মোড়ে পথসভার মাধ্যমে শেষ হয়। এখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ইউনিয়ন ও উপজেলার শ্রমিক নেতারা।
Leave a Reply