December 5, 2024, 11:10 pm
কপিলমুনি থেকে :
খুলনার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কপিলমুনি কলেজের বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র সুদীপ্ত সাধু ২০২৪ সালের ভর্তি পরীক্ষায় বুয়েটে চান্স পেয়েছে। সে খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের কাশিমনগর গ্রামের দিন মজুর চাতাল শ্রমিক উদয় সাধুর ছেলে। সুদীপ্ত সাধু বুয়েটে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ভর্তির সুযোগ পাওয়ায় কপিলমুনি কলেজের পক্ষ থেকে গতকাল বুধবার তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। তাকে শুভেচ্ছা জানান কপিলমুনি কলেজের সুযোগ্য অধ্যক্ষ জনাব হাবিবুল্লাহ বাহার ও উপাধ্যক্ষ ত্রিদিব কান্তি মন্ডল সহ সকল শিক্ষক কর্মচারীবৃন্দ। সুদীপ্ত অসচ্ছলতার কারনে জুতার অভাবে বাইরে বের হতে পারছিলনা তার চাচাতো ভাইয়ের সহযোগিতায় জুতা কিনে কলেজে শিক্ষকদের সাথে দেখা করতে আসে। ভর্তি যুদ্ধে বুয়েটে চান্স পাওয়ার পরও তার চোখে মুখে হতাশার ছাপ দেখা যায়। সংশয় দেখা যায় ভর্তি হওয়া নিয়ে। কিভাবে সে এত টাকা জোগাড় করবে ভর্তির জন্য। কপিলমুনি কলেজের শিক্ষক মন্ডলী কপিলমুনি কলেজের পরিবার তার বুয়েটে ভর্তি হওয়ার যাবতীয় খরচ ও যেকোনো সময় তার আর্থিক সহযোগিতা করার ঘোষণা দেন। এজন্য সুদীপ্ত পরিবারের পক্ষ থেকে কপিলমুনি কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ সহ সকল শিক্ষক মন্ডলী ও কলেজ পরিবারের সকলকে অসংখ্য ধন্যবাদ জানান।
Leave a Reply