March 13, 2025, 5:46 pm
শাহ জাহান আলী মিটন,সাতক্ষীরা : মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্যোগে ক্রীড়া, সাংস্কৃতিক, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) প্রতিষ্ঠানের হলরুমে সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী জিএম আজিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ প্রকৌশলী মহানন্দ মজুমদার, উপাধ্যক্ষ প্রকৌশলী মো. মাহবুবুর রহমান, চিফ ইন্সট্যাক্টর মাসুম বিল্লাহ, চিফ ইন্সপেক্টর মোঃ হাবিবুল্লাহ গাজী, মোঃ মনজুরুল ইসলাম, ইন্সট্যাক্টর শ্যামলেন্দু সরকার ও ইন্সট্যাক্টর জগন্নাথ পাল প্রমুখ। আলোচনা সভা শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটের চিফ ইন্সট্রাক্টর সিদ্দিক আলী।
##
Leave a Reply