February 8, 2025, 7:42 pm
কামরুজ্জামান মিঠু, ,তালাঃ
সাতক্ষীরা তালার মুড়াকলিয়া গ্রামে দীর্ঘদিন যাবৎ জমিজমা নিয়ে বিরোধের যের ধরে মারপিটের শিকার হয়েছে ভুক্তভোগি আয়ুব আলী সরদারের পরিবার এ নিয়ে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার ও প্রতিবেশীরা। রবিবার দুপুরে তালা উপজেলার প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ভুক্তভোগি পরিবারের পক্ষ ও প্রতিবেশীর পক্ষথেকে বক্তব্য দেন মর্জিনা খাতুন,পিতাঃ মুহম্মদ আলী সরদার,পারভীন খাতুন,স্বামীঃ কালাম সরদার এবং লিখিত বক্তব্যে আইয়ুব আলীর পক্ষে তার কন্যা ফরিদা খাতুন বলেন, বিগত ৪ ডিসেম্বর আনুমানিক সকাল ৯ টার সময় সেলিম সরদার, হালিম সরদার, মোস্তফা সরদার, ফারুক সরদার, কলিমুদ্দীন সরদার কাজী বিপ্লব সম্পূর্ণ গায়ের জোরে বে-আইনী ভাবে ধারালো দা লোহার রড, হাতুড়ী ও বাশের লাঠি সহ দেশীয় অস্ত্র লইয়া আমাদের বাড়ীতে হামলা করে আমাদের ঘরবাড়ী ভাংচুর করা সহ আহত করে। এ সময় তাদের নির্যাতনে আহত হন সালমা বেগম(৫০),রাশিদা খাতুন,প্রতিবন্দী জহুরুল ইসলাম, এ বিষয়ে তালা থানায় একটি মামলা হয়। আহতদের মধ্যে রাশিদা খাতুনের অবস্থার অবনতি হলে প্রথমে তালা হাসপাতালে,পরে সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে নিলে ডাক্তার চিকিৎসা না করেই প্রভাবশালী এক ব্যক্তির চাপে হাসপাতাল হতে আমাদের বের করে দেয়া হয়। আমরা নিরুপায় হয়ে সাতক্ষীরা ইসলামী হাসপাতালে নেয়া হলে সেখানে তাকে চিকিৎসা না দিয়ে ফেরত পাঠানো হয়। রুগির অবস্থার অবনতি হলেও প্রভাবশালীদের ক্ষমতার দাপটে কোথাও চিকিৎসা নিতে পারছি না। আমরা অসহায় ও নিরুপায় হয়ে আপনাদের স্বরনাপন্ন হচ্ছি। সাংবাদিক ভায়েরা আমরা গরীব মানুষ। আমাদের আল্লাহছাড়া কেউ নেই। আপনাদের মাধ্যমে দেশবাশী ও আইনপ্রয়োগ সংস্থার সুদুষ্টি কামনা করছি এবং আমাদের প্রাপ্য জমি ফেরতসহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি।
Leave a Reply