December 11, 2024, 11:44 pm
হেলাল উদ্দিন, ফিংড়ী প্রতিনিধি : ব্যবসায়ী সংগঠন ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (IBWF) এর কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (৬ ডিসেম্বিবর) বিকালে সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের ব্যাংদহা বাজারের ব্যবসায়ীদের উদ্যোগে স্থানীয় বাজার মসজিদে সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয় । সংগঠনটির ফিংড়ী ইউনিয়ন উপদেষ্টা শাহিনুজ্জামান শাহিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপজেলা সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী মাছুম বিল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারী মোঃ জাহিদুল ইসলাম জাহিদ। ফিংড়ী ইউনিয়ন যুব বিভাগের সভাপতি আশরাফুজ্জামান, সেক্রেটারি হেলাল উদ্দিন
সভায় ৯ সদস্য বিশিষ্ট ইউনিয়ন কমিটি গঠন করা হয়। অনেক ব্যবসায়ীর উপস্থিতিতে কমিটি গঠনের কাজ সম্পন্ন হওয়ায় মেহমান গণ মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নবগঠিত কমিটির সদস্যদের আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানান।
Leave a Reply