December 7, 2024, 8:26 am
শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরাঃ
সাতক্ষীরায় বিভিন্ন সময় হারিয়ে যাওয়া ৯২টি মোবাইল ফোন এবং ভুলবশত: অন্যের বিকাশ নাম্বারে চলে যাওয়া ৭১ হাজার ৫শ টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেছে জেলা পুলিশ।
সোমবার দুপুরে সাতক্ষীরা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনের আয়োজনে পুলিশ লাইন্সে উদ্ধারকৃত এসব মোবাইল ফোন ও বিভিন্ন সময়ে বিকাশ এজেন্টের মাধ্যমে খোয়া যাওয়া নগদ টাকা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান, সার্কেল এসপি আসাদুজ্জামান, ডি আইও- ১ মোঃ হাফিজুর রহমান, ডিএসবির এস আই মনিরুল ইসলাম। এসময় পুলিশ সুপার মনিরুল ইসলাম মূনীর বলেন সাতক্ষীরার মানুষের পাশে সর্ব সময় পুলিশ সেবক হিসাবে থাকবে। পুলিশ এর হারানো গৌরব ফিরিয়ে, মানুষের প্রকৃত বন্ধু হবে পুলিশ। আমরা কেউ কোনো প্রকার অন্যায় করবো না তাহলে সমাজে কোনো সমস্যা হবে এবং সব দিক খেয়াল রাখবো।
Leave a Reply