December 26, 2024, 2:01 pm
নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ সময়ের অচলাবস্থার পর উৎসবমুখর পরিবেশে সর্বোচ্চ ভোটারদের উপস্থিতিতে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১১সদস্য বিশিষ্ঠ কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হয়েছেন। গত সাড়ে তিন বছর রাজনৈতিক ও প্রশাসনিক হস্তক্ষেপের পথ সুগম করে যারা প্রকাশ্য-অপ্রকাশ্য আইনজীবী সমিতিকে নিয়ন্ত্রণ করছিলো তাদের সমার্থকদের প্রায় সকলেই পরাজিত হয়েছেন। বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাত সাড়ে ১২টায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে নির্বাচন কমিশন এ ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনেরর দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট শফিকুল ইসলাম খোকন।
নির্বাচন কমিশন জানায়, জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ৫৫২ জন ভোটারের মধ্যে ৫৩২ জন ভোট দিয়েছেন। এ নির্বাচনে বিএনপি ও জামায়াত সমর্থিতিত আইনজীবীদের মধ্যে ঐক্য না হওয়ায় সমিতির ১১ সদস্য বিশিষ্ঠ কার্যনির্বাহী কমিটির কমপক্ষে ৬টি পদেই আওয়ামী লীগ ও তার মিত্র দলের সমার্থকরা বিজয়ী হয়েছেন। এর মধে বিএনপি সমার্থক দুই জন এবং জামায়াত সমার্থক দুই জন ও নাগরিক ঐক্যের এক জন প্রার্থী বিজয়ী হয়েছেন। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন জামায়াত নেতা এড. এম আবু বকর সিদ্দিক, সহ-সম্পাদক লাইব্রেরী জামায়াত কর্মী এড. আকম শামসুদ্দোহা খোকন, কোষাধ্যক্ষ বিএনপি নেতা এড. সিরাজুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এড. নুরুল আমিন। অপরদিকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন নাগরিক ঐক্যের জেলা সহ-সভাপতি এড. শেখ এমদাদুল ইসলাম।
সহ সম্পাদক ক্রীড়া সংস্কৃতি আওয়ামী লীগ নেতা এড. শাহেদুজ্জামান শাহেদ, মহিলা সম্পাদিকা পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধার সহধর্মীনি এড. সুলতানা পারভীন শিখা, কার্যনির্বাহী সদস্য আওয়ামী লীগ সমার্থক এড. আসাদুর রহমান বাবু ও আওয়ামী লীগ নেতা এড. মো. সাইদুজ্জামান জিকো।
Leave a Reply