December 26, 2024, 4:56 pm

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে চার লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে চার লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি

শাহ জাহান আলী মিটন , সাতক্ষীরা : সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধ বিশেষ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ প্রায় সাড়ে চার লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি।

বুধবার ( ২০শে নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবির সাতক্ষীরা-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনস্থ ভোমরা, ঘোনা, তলুইগাছা, কাকডাঙ্গা, হিজলদী বিওপির সীমান্ত এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার সকাল ৭টার দিকে কাকডাঙ্গা বিওপির টহলদল দুটি বিশেষ আভিযানিকদল কলারোয়া থানাধীন গেড়াখালী ও কেরাগাছি নামক স্থানে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ২,১০,০০০ টাকা মূ্ল্যের ভারতীয় ঔষধ ও ৫১,০০০/- টাকা মূল্যের ১৭টি উন্নতমানের শাড়ী আটক করে। সকাল ১০ টার দিকে তলুইগাছা বিওপি একটি বিশেষ আভিযানিকদল সীমান্ত পিলার ১২/৬-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশে অভ্যন্তরে কলারোয়া থানাধীন কামারবাড়ী নামক স্থানে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৩০,০০০/- টাকা মূ্ল্যের ১০টি শাড়ী আটক করে।বেলা ১২ টার দিকে ঘোনা বিওপি একটি বিশেষ আভিযানিকদল মেইন পিলার ৭ হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশে অভ্যন্তরে দাতভাঙ্গা নামক স্থানে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৭০,০০০/- টাকা মূ্ল্যের ভারতীয় ঔষধ আটক করে।

অপরদিকে দুপুর ১:৩০ ঘটিকার দিকে সাতক্ষীরাস্থ ভোমরা বিওপি’র একটি বিশেষ আভিযানিকদল মেইন পিলার ৩ হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশে অভ্যন্তরে লক্ষীদাড়ি নামক স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১০ বোতল ভারতীয় মদ আটক করে। এছাড়াও হিজলদী বিওপি পৃথক দুইটি আভিযানিকদল সীমান্ত কলারোয়া থানাধীন বড়ালী নামক স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩৯ বোতল ভারতীয় ফেনসিডিল ও ২০,০০০ টাকা মূল্যের ১০টি উন্নতমানের শাড়ী আটক করে।

বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 satkhirachitra.com
Design & Developed BY CodesHost Limited