December 26, 2024, 6:01 pm
শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা : সাতক্ষীরা পৌরসভার ৯ নং ওয়ার্ডের মধুমল্লার ডাঙ্গী জামে মসজিদের ৫২ মিটার পাকা প্রাচীর ও সেপ্টি ট্যাংক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮ টায় মধুমল্লার ডাঙ্গী জামে মসজিদ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মো. মশিউর রহমান বাবু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শেখ শফিক উদ-দৌলা সাগর। এসময় উপস্থিত ছিলেন, মধুমল্লার ডাঙ্গী জামে মসজিদের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান বাবু ও বীর মুক্তিযোদ্ধা আনছারুজ্জামান, সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক, সহ-সভাপতি নওশের আলি, আখতারুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সেলিম, কোষাধ্যক্ষ প্রভাষক নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম ময়না, সাবেক সভাপতি মহাসিন মোল্লা ও আবু তালেব, আনিসুর রহমান,বিপুল, সোহরাব হোসেন সিকদার, শেখ আজিজুল হক, ঠিকাদার প্রতিষ্ঠান এমডি রাশেদুজ্জামান এর প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন, মুয়াজ্জিন শেখ আবু ইসা প্রমুখ। উল্লেখ্য এলজিইডির অর্থায়নে ১০ লক্ষ ৪৫ হাজার ৪২৬ টাকা ব্যয়ে ৫২ মিটার পাকা প্রাচীর ও হাউজ সোকাল নির্মাণ কাজ করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মধুমল্লার ডাঙ্গী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মামুনুর রশিদ।
Leave a Reply