December 26, 2024, 12:39 pm
রুহুল কুদ্দুস, সাতক্ষীরা :সাতক্ষীরায় ধর্মীয় নেতাদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৩ অক্টোবর) সকালে পলাশপোল আর্দশ মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে বে সরকারী উন্নয়ন সংস্থা উত্তরণের বাস্তবায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর কারিগরি সহায়তায় গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে ইয়ুথ এ্যাম্পাওয়ার্ড প্রজেক্ট সার্বিক সহযোগিতায় সাতক্ষীরায় ধর্মীয় নেতাদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্তিত ছিলেন ইয়ুথ এ্যাম্পাওয়ার্ড প্রজেক্টের এ্যাডভোকেসি এন্ড চাইল্ড প্রটেকশন কো-অর্ডিনেটর আবেদা সুলতানা, টেকনিক্যাল অফিসার নাজমিন নাহার, মনিটরিং এন্ড এ্যাভালুয়েশন অফিসার মঈনুল হাসান সোহান, দেবহাটা উপজেলার প্রজেক্ট অফিসার আবু ইমরান,সাতক্ষীরা সদরের প্রজেক্ট অফিসার আব্দুল্লাহ ওমর নাসিফ, এস সি এফ রুমিচা খাতুন, সি এফ ইলিয়াস হোসেন রুহুল কুদ্দুস সহ সাতক্ষীরা সদর উপজেলা, তালা ও দেবহাটা উপজেলার ধর্মীয় নেতৃত্ব বৃন্দ।ইয়ুথ এ্যাম্পাওয়ার্ড প্রজেক্টের সাথে ধর্মীয় নেতা দের সাথে মতবিনিময় ও লার্নিং শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়েছে এসময় ধর্মীয় নেতারা তাদের বিভিন্ন চলমান এবং বাস্তবায়িত কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা তুলে ধরা হয়।
Leave a Reply