December 7, 2024, 9:22 am
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :: গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে রোববার (১০ নভেম্বর) বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ। এর পাল্টা কর্মসূচি হিসেবে স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে সাতক্ষীরায় গণজমায়েত করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
আজ বেলা ১২টায় আওয়ামী লীগের কর্মসূচি রুখে দিতে খুলনা রোডস্থ মোড় শহীদ আসিফ চত্বরে থেকে জড়ো হয় শতশত ছাত্র জনতা, তারপর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সকাল থেকে আজ সাতক্ষীরা শহর ছিল প্রতিদিনের মতো স্বাভাবিক । আজ কোথা আওয়ামী লীগের দেখা মিলেনি , বাড়ানো হয়েছে নিরাপত্তা।
উল্লেখ্য ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে সমবেত হওয়ার ডাক দিয়ে রোববার বিকেল ৩টায় গুলিস্তানের জিরো পয়েন্টের নূর হোসেন চত্বরে নেতাকর্মীদের সমবেত হওয়ার নির্দেশনা দেয়।
এর পাল্টা কর্মসূচি হিসেবে স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে একই স্থানে গণজমায়েতের ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
Leave a Reply