January 2, 2025, 10:15 pm
আশাশুনি প্রতিনিধি :আশাশুনি শোভনালী ইউনিয়নের ০৭ নম্বর ওয়ার্ড বাটরা গ্রামের হাফেজ আরিফুল ইসলামের বাড়িতে বিগত ০৪.০৮.২৪তারিখে ভাঙচুর, লুটতারাজ,ভয় ভীতি, নগদ টাকা সহ অনেক ক্ষয়ক্ষতি সাধন হয়। এরই প্রেক্ষিতে বাদী হাফেজ আরিকুল ইসলাম সাতক্ষীরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত নং ০১ আদালতে লুটতারাজ,ভাঙচুর মামলা দায়ের করেন।মামলার সি আর নং৯১/২৪। উক্ত মামলায় আসামিগণ ৩০.১০.২৪ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী ০১ আদালতে জামিন আবেদন করেন।ম্যাজিস্ট্রেট আসামি ১।আব্দুল আলিম (৩২),২।গ্রাম পুলিশ বিল্লাল হোসেন(৪২),উভয় পিতা :মৃত কাশেম আলী সরদার, গ্রাম :বাটরা, শোভনালী, আশাশুনি, সাতক্ষীরা জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।বাদী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আব্দুল শাকুর।আসামির পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আশরাফুল আলম।
Leave a Reply