January 3, 2025, 12:30 am
সৈয়দ মমিনুর রহমান, শ্যামনগর প্রতিনিধি:
শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়ন শাখা বিএনপি’র উদ্যোগে এক বিশাল জন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দিন।
সমাবেশে প্রধান বক্তা ছিলেন শ্যামনগর উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব মাষ্টার আব্দুল ওয়াহেদ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উক্ত সমাবেশের সভাপতিত্ব করেন রমজাননগর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ সহিদউজ্জামান সহিদ।
অনুষ্ঠানে নেতারা সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করে আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সমাবেশে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন, যা পুরো এলাকা জুড়ে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি করে।
Leave a Reply