January 3, 2025, 5:22 am
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :
রাষ্ট্রপতির পদত্যাগ ও ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে মশাল মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ সময় আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের রাজনীতি নিষিদ্ধের দাবি জানানো হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় সাতক্ষীরায় খুলনা রোডস্থ মোড় শহীদ আসিফ চত্বর থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে এই মিছিল বের করা হয়।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিসহ ‘স্বৈরাচারের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’ ‘ছাত্রলীগ-আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করো, করতে হবে’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
মিছিল শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মুহাম্মদ নাজমুল হোসেন বলেন,
“শেখ হাসিনা পদত্যাগ করেননি, এ বক্তব্যের মধ্য দিয়ে তিনি জাতির সাথে প্রতারণা করছেন। রাষ্ট্রপতি থাকার এখতিয়ার রাখেন না। শহীদ ভাইদের রক্তের দাগ আমরা এখনো ভুলে যাইনি।অতিদ্রুত আওয়ামী লীগ ও তার প্রেতাত্মাদের বাংলার মাটিতে নিষিদ্ধ ও স্বৈরাচারের তৈরি রাষ্ট্রপতিকে অপসারণ করতে হবে। নইলে বাংলার ছাত্র সমাজ আবারো মাঠে নামতে বাধ্য হবে।’’
Leave a Reply