January 2, 2025, 11:59 pm
শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা প্রতিনিধি:সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গমনকালে ০১ (এক) জন বাংলাদেশী নাগরিক আটক করেছে বিজিবি।
আটককৃত ব্যক্তি হলেন,বরিশাল জেলার উজিরপুর উপজেলার হারতাপাড়া গ্রামের মৃত চিত্র মন্ডলের পুত্র শ্রী সহাদেব মন্ডল (৩২)।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল ১১:৪৫ মিনিটের দিকে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর কাকডাঙ্গা বিওপির একটি বিশেষ আভিযানিক দল অবৈধভাবে ভারতে গমনকালে তাকে আটক করে।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মো. আশরাফুল হক বিকাল ৩ টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ৩৩ বিজিবি’র কাকডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৩/৩ এস ৭ আরবি হতে আনুমানিক ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গাড়াখালী দখলের মোড় নামক স্থান হতে অবৈধভাবে ভারতে গমনের সময় নায়েব সুবেদার মোঃ সুলতান আলী এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল তাকে আটক করে। আটককৃত ব্যক্তিকে আসামী করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করার কার্যক্রম চলমান রয়েছে।#
১৭.১০.২০২৪
শাহ জাহান আলী মিটন,সাতক্ষীরা
০১৭২৯৫৪১১৪৪
Leave a Reply