February 12, 2025, 7:36 pm
শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা :জেলা হাফেজ কল্যাণ পরিষদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকালে আলামিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে এ হাফেজ সম্মেলন অনুষ্ঠিত হয়। হাফেজ মাওলানা মনোয়ার হোসাইন মোমিন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস আব্দুল খালেক। হাফেজ সাইদুর রহমান’র সঞ্চালন প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন হাফেজ কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা হাফেজ মাওলানা মুহাদ্দিস মুফতি রবিউল বাসার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রটারী মাওলানা আজিজুর রহমান, শহর জামায়াতের নায়েবে আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির জেলা সভাপতি মাওলানা আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম।
এসময় আরো উপস্থিত ছিলেন হাফেজ কারী অহিদুজ্জামান অহিদ, হাফেজ রফিকুল ইসলাম, মাওলানা মনিরুল ইসলাম ফারুকীসহ সাতক্ষীরা জেলার বিভিন্ন উপজেলার হাফেজ বৃন্দ।
সম্মেলন শেষে হাফেজ খায়রুল বাসার সভাপতি ও হাফেজ সাইদুর রহমানকে সাধারণ সম্পাদক করে সাতক্ষীরা জেলার ২৬ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়।
Leave a Reply