January 3, 2025, 8:42 am
আশাশুনি প্রতিনিধি।। আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ অক্টোবর) বিকাল ৩ টায় উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের অস্থায়ী কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
উপজেলা সভাপতি প্রভাষক শাহজাহান আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদ বোরহান উদ্দিনের সঞ্চালনায় বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন-জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সম্পাদক আনিছুর রহমান। অন্যান্যের মধ্যে উপজেলা সহ-সভাপতি মাসুম বিল্লাহ খান,উপজেলা টিম সদস্য সাবেক মেম্বার খোরশেদ আলম,সদর ইউনিয়ন সভাপতি আবুল কাশেম,আবারুল ইসলাম,হযরত আলী, মইন হোসেন,বুলবুল আহমেদ,আয়ুব রসুলসহ উপজেলার ১১ ইউনিয়নের সভাপতি, সেক্রেটারি ও অন্যান্য দায়িত্বশীলগন উপস্থিত ছিলেন। একই সাথে মহিলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের ১১ ইউনিয়নের দায়িত্বশীলাগন উপস্থিত ছিলেন। বৈঠকে মাসিক রিপোর্ট পেশ ও পর্যালোচনা,সনাতন ধর্মের দুর্গাপূজায় নিরাপত্তার জন্য উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন ও দায়িত্ব বন্টন করা হয়।
প্রধান অতিথি সনাতন ধর্মের দুর্গাপূজায় কোন দুষ্কৃতিকারী যেন অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে সেজন্য সকলকে সজাগ থাকার আহ্বান জানান।
Leave a Reply