January 2, 2025, 7:56 pm
নিজস্ব প্রতিনিধি:সাতক্ষীরা এড. আব্দুর রহমান কলেজে অবৈধ এডহক কমিটি বাতিল ও অধ্যক্ষ রুমে তালা দেওয়ায় প্রতিবাদে শিক্ষক, ছাত্র ও অভিভাবকদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে অ্যাডভোকেট আব্দুর রহমান কলেজের মূল গেট থেকে বিক্ষোভ শুরু করে অধ্যক্ষের তালাবদ্ধ রুমের সামবে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে অবৈধ কমিটি মানিনা মানবোনা, অধ্যক্ষ্যের রুম তালাবদ্ধ কেন, জবাব চাইসহ বিভিন্ন স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা। পরে শিক্ষক মিলনায়তনে শিক্ষকদের সাথে মতবিনিময় করেন শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। উল্লেখ্য শিক্ষার্থীরা জানান, ৭ অক্টোবর জাল জালিয়াত করে সভাপতির দাবীদার সিরাজুল ইসলামের নেতৃত্বে একদল দখলবাজরা অধ্যক্ষের রুমে তালা মেরে দেয়। এবং কলেজের শিক্ষকদের আটকে রেখে সাদা কাগজে জোরপূর্বক স্বাক্ষর করিয়ে নেয়। এমন অবস্থায় কলেজের পাঠদাবে শিক্ষকরা চরম আতঙ্কের মধ্যে আছে। যারা এমন পরিবেশ সৃষ্টি করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। এ সময় উপস্থিত ছিলেন প্রফেসর আব্দুল কাদের,প্রফেসর জাহাঙ্গীর হুসাইন, প্রফেসর শামিম হুসাইন, প্রফেসর মনির হোসেন,মিজানুর রহমান
মাওলানা ইউসুফ আল আজাদী,
মো. কামাল হোসেন, মো. আব্দুর রব সহ কলেজের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবক বৃন্দ।
Leave a Reply