December 21, 2024, 4:49 pm
তবিবুর রহমান: মহানবী হযরত মুহাম্মদ সা. কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি ও সে বক্তব্যকে বিজেপির এক নেতা সমর্থন দেওয়ার প্রতিবাদের সাতক্ষীরা কলারোয়া উপজেলার ০৫ নং কেঁড়াগাছি ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে মঙ্গলবার (০১ অক্টোবর) সকালে বালিয়াডাঙ্গা বাজারে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে মাদরাসা, স্কুল, কলেজের সহস্রাধিক শিক্ষক-শিক্ষার্থী ও জনসাধারণ অংশ নেয়।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য প্রদান করেন ৫নং কেঁড়াগাছি ইউনিয়ন জামায়াতে ইসলামী আমীর মোঃ সাবুর আলী, ৫নং কেঁড়াগাছি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও হঠাৎগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহজাহান কবীর, কাকডাঙ্গা সিনিয়র ফাজিল মাদরাসার আরবী প্রভাষক মাওলানা মোঃ তবিবুর রহমান, বাকসা দাখিল মাদরাসার সুপার (ভারপ্রাপ্ত) ইসমাইল হোসেন সিরাজী, হঠাৎগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা নাসির উদ্দীন প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন মাওলানা ফিরোজ আহমেদ আজাদী।
উল্লেখ্য, গত আগস্ট মাসে রাসুল (সা.)–কে নিয়ে কটূক্তি করেন ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ। তাকে সমর্থন করেছেন বিজেপির বিধায়ক নীতেশ রানে।
Leave a Reply