October 15, 2024, 2:35 am
শাহ জাহান আলী মিটন : “কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় জাতীয় কন্যা শিশু দিবস ২০২৪ উপলক্ষে কন্যা শিশুর সমাবেশ, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর ও বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর’র উপ-পরিচালকের কার্যালয়ের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষাও আইসিটি) শেখ মঈনুল ইসলাম মঈন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসকের কার্যালয়ের সরকারি কমিশনার এম আকাশ ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. রিয়াজুল ইসলাম প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. কামরুজ্জামান, জিডিএস’র সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, স্বদেশ নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, সদর হাসপাতালের প্রোগ্রাম অফিসার ওসিসি আব্দুল হাই সিদ্দিকী, ব্রেকিং দ্য সাইলেন্স অফিস ইনচার্জ মো. শরিফুল ইসলাম, সুইট খাতিমুন্নেছা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী মো. মনিরুজ্জামান, জেলা শিশু একাডেমীর লাইব্রেরীয়ান শেখ রফিকুল ইসলাম, জেলা শিশু একাডেমির ডাটা এন্ট্রি অপারেটর মো. নাসির উদ্দিন প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন তাসরিনা খাতুন।
Leave a Reply