February 18, 2025, 3:43 pm
ভোমরা প্রতিনিধি :-সাতক্ষীরা সদরের ভোমরা ইউনিয়নের শ্রীরামপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অফিস কক্ষে কর্মী সাক্ষাতকার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি ইউনিয়ন আমীর আনোয়ার কবিরের সভাপতিত্বে ইউনিয়ন সেক্রেটারি রোকনুজ্জামানের সঞ্চালনা শুরু হয়। আমন্ত্রিত অতিথি হিসেবে সাতক্ষীরা সদর সহকারী সেক্রেটারি হাবিবুর রহমান জামায়াতে ইসলামীর সহযোগী সদস্যদের বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন। প্রশ্নপর্ব শেষে জামায়াতে ইসলামীর কর্মীতে উত্তির্ন প্রার্থীদের স্বাগত জানান। তিনি আরো বলেন আগামী দিনগুলোতে আমাদেরকেই ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠন এবং রাষ্ট্র পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এজন্য আমাদেরকে ত্যাগী কর্মী হতে হবে। এসময় উপস্থিত ছিলেন ৭ নং ওয়ার্ড সেক্রেটারি আলম বিশ্বাস, কায়ুম, মনিরুজ্জামান মনি প্রমুখ। যদিও আবহাওয়া জনিত কারনে কিছুটা বিলম্বিত হলেও যথা সময়ে অনুষ্ঠানটি শেষ হয়।
Leave a Reply