January 2, 2025, 10:57 pm
কামরুজ্জামান-মিঠু,তালা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
তালায় বাংলাদেশ আদর্শ শিক্ষক পরিষদ তালা উপজেলার উদ্দ্যেগে শিক্ষক সমাবেশ-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। আজ ২৬ সেপ্টেম্বর বৃহঃবার তালা সদর ইউনিয়ন পরিষদ হলরুমে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সচিব, তালা কলারোয়া সংসদীয় আসনের মনোনীত এমপি প্রার্থী জনাব অধ্যক্ষ ইজ্জত উল্ল্যাহ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শুরা সদস্য ও সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর জনাব অধ্যাপক শহিদুল ইসলাম মুকুল, সাতক্ষীরা জেলা জামায়াতের সহঃ সাধারণ সম্পাদক আলহাজ্জ অধ্যাপক গাজী সুজায়েত আলী, সাবেক তালা উপজেলা আমীর ডাঃ মাহমুদুল হক, তালা উপজেলা বর্তমান আমীর জনাব মাওঃ মফিদুল্লাহ, বাংলাদেশ আদর্শ শিক্ষক পরিষদের তালা উপজেলা সভাপতি মাওঃ শফিকুল ইসলামের সভাপত্তিত্বে ও মাওলানা রেজাউল ইসলামের পরিচালনায় উক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জনাব অধ্যক্ষ ইজ্জত উল্ল্যাহ বলেন দীর্ঘদিন ধরে আমাদের মাঝে এমন সব সরকার আসে যে, তার সাশন থেকে মুক্তি পাওয়ার জন্য আনেন্দালন করে তাকে বিদায় করতে হয় , সূখী সমৃদ্ধিশালী ও দূর্নিতীমুক্ত সমাজ গড়তে হলে জাতির বিবেক হিসাবে শিক্ষক সমাজকে এগিয়ে এসে শক্তিশালী ভূমিক পালন করতে হবে। বর্তমান অন্তর্বর্তী সরকার যাতে সেই পরিবেশ গড়তে পারে সেজন্য আমাদের সকলকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। যাতে করে আগামীতে একটা নিরোপেক্ষ নির্বাচনের মাধ্যমে মানুষ নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করে একটা সৎ যোগ্য সরকার গঠিত হতে পারে।
Leave a Reply