February 8, 2025, 7:37 pm
স্টাফ রিপোর্টার:সাতক্ষীরা সদর ৯নং ব্রহ্মরাজপুর বড়খামার কেন্দ্রীয় জামে মাসজিদে সিরাতুন্নাবী (সা:) উদযাপন করা হয়েছে। শুক্রবার (২১ সেপ্টেম্বর) এশার নামাজের পরে সিরাতুন্নাবী (সা:) উদযাপন করা হয়েছে। প্রধান বক্তা হিসাবে কোরআন ও হাদীসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেন অত্র মসজিদের খতিব মাওলানা আব্দুস সবুর । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাসজিদের সভাপতি আব্দুল গফ্ফার সানা এসময় আরো উপস্তিত ছিলেন অত্র এলাকার ধর্মপ্রান ও রাসুল প্রেমিক মুসুল্লি বৃন্দ। এসময় বক্তৃতায় বল হয় রাসুল সাল্লাল্লাহু আলাইি ওয়া সাল্লাম ছিলেন আমাদের জীবনের উত্তম আদর্শ সুতরাং তার আদর্শ আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে বাস্তবায়ন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের নেতা সুতরাং সেই নেতার আনুগত্য আমাদের করতে হবে তিনি একমাত্র আমাদের কেয়ামতের ময়দানে পারবেন সুতরাং তার আদর্শ বাস্তবায়ন করতে হবে। তাকে মেনে চলতে হবে অনুসরণ অনুকরণ করতে হবে।
Leave a Reply