January 2, 2025, 10:58 pm
রুহুল কুদ্দুস, ধুলিহর প্রতিনিধি :
ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে রবিউল আউয়াল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(১৯ সেপ্টেম্বর) সকালে ধুলিহর আর্দশ মাধ্যমিক বিদ্যালয় হল রুমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর জন্ম ও মৃত্যু দিন উপলক্ষে দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য ইব্রাহিম সরদার, জাকির হোসেন ও ইয়াসিন থান্দার এছাড়া অন্যান্য অতিথিবৃন্দ। এ সময় বক্তারা বলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বিশ্ব মানবতার একমাত্র বন্ধু তাকে সৃষ্টি না করলে আসমান জমিন কোন কিছুই সৃষ্টি হতো না তার আদর্শ আমাদের ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে বাস্তবায়ন করতে হবে। অনুষ্ঠান শেষে ছাত্র-ছাত্রীদের মধ্যেও পুরস্কার তুলে দেওয়া হয়।
Leave a Reply