January 2, 2025, 8:13 pm
জাহিদ,ব্রক্ষ্মরাজপুর :গত ০৫ ই আগস্টের পর থেকে এলাকায় এলাকায় চুরি-ডাকাতি, সন্ত্রাসী কর্মকান্ড লেগেই আছে। সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর এলাকায়ও গত কিছুদিন যাবৎ চুরি হচ্ছে। অদ্য ১৭/০৯/২৪ রাত ২.৩০ টায় ব্রহ্মরাজপুর শাঁখারীপাড়া থেকে আজিজুল নামের এই চোর/ডাকাতকে এলাকাবাসী ধরতে সক্ষম হই(স্থায়ী ঠিকানা- কাপসান্দা,আশাশুনি, বর্তমানে কালেরডাঙ্গা এলাকায় ভাড়া থাকে)। সম্ভ্রান্ত এই চোরের কাছ থেকে এক গোছা মাস্টার কি(চাবি) পাওয়া যায়। পরবর্তীতে চোরের পরিবারের সদস্যদেরকে সামনে রেখে, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংশ্লিষ্ট ইউপি সদস্য আব্দুল হাকিম, ইউনিয়ন গ্রাম পুলিশের দফাদার, চৌকিদার সকলকে স্বাক্ষী রেখে ঐ ব্যক্তির কাছ থেকে লিখিত নিয়ে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
Leave a Reply