November 11, 2024, 9:56 am
তালা(সাতক্ষীরা) সংবাদদাতা:
তালার পাটকেলঘাটায় জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১সেপ্টেম্বর)সকাল ৭ টায় উপজেলার সরুলিয়া মৌলভীবাড়ী আয়নালহক হাফিজিয়া মাদরাসায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সরুলিয়া ইউনিয়ন ভারপ্রাপ্ত আমীর হাফেজ শাহ আলমের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলীর পরিচালনায় তিন ইউনিয়নের কর্মীদের নিয়ে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জাতীয় নির্বাচন বিষয়ক সচিব, তালা কলারোয়া (সাতক্ষীরা-১) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহ,বিশেষ অথিতির বক্তব্য রাখেন,কেন্দ্রীয় শুরা সদস্য সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক গাজী সুজায়েত আলী, কেন্দ্রীয় শুরা সদস্য জেলা তারবিয়াত সেক্রেটারী ডা: মাহমুদুল হক,তালা উপজেলা সাবেক আমীর জেলা ইউনিট সদস্য ডা: আফতাব উদ্দীন, তালা উপজেলা জামায়াতের আমীর মাও: মফিদুল্লাহ,উপজেলা শ্রমিক কল্যানের সেক্রেটারি আব্দুল হালিম,উপজেলা ইউনিট সদস্য মাও: আমিনুল ইসলাম, মাও: মোশাররফ হোসেন, ধানদিয়া ইউনিয়ন আমীর মাও : আ: রশীদ, নগরঘাটা ইউনিয়ন আমীর মাও: মেহেদী হাসান। সমাবেশে উদ্বোধনী বক্তব্য রাখেন হাফেজ শাহ আলম।
প্রধান অতিথির তার বক্তব্যে বলেন, ছাত্র জনতার আন্দোলনের বিনিময়ে যে পরিবেশ সৃষ্টি হয়েছে সেটা ধরে রাখার জন্য বর্তমান যারা ক্ষমতায় আছে তাদের সার্বিক সহযোগিতা করতে হবে, এর মধ্যে কর্মীদেরকে ঈমানের বলে বলিয়ান হয়ে সামনের দিকে অগ্রসর হতে হবে। তিনি আরো বলেন, সাধারণ মানুষ আর কোনো জালিম সরকার চায়না। তারা শোষন মুক্ত একটা সুন্দর দেশ চায়। বাংলাদেশ জামায়াতে ইসলামী তেমন একটা সরকার চাই যেখানে থাকবে সৎ মানুষের শাসন, কোনো জুলুম নির্যাতন হত্যা ও বৈষম্যের কোনো স্থান নেই। সিরাতের এ মাসে নিজেকে গড়ে তুলতে হবে।
Leave a Reply