January 3, 2025, 5:08 am
রুহুল কুদ্দুস, সাতক্ষীরা: সাতক্ষীরা :সাতক্ষীরা সদরে ভি এস এল এ এবং এম এফ আই এর মধ্যে সংযোগ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে ম্যানগ্রোভ হল রুমে গ্রাম সন্ছয় ও ঋন সমিতি গ্রুপ এবং মাইক্রো ফিন্যান্স ইনস্টিটিউশন এর মধ্যে সংযোগ সভা অনুষ্ঠিত হয়েছে। রির্সোস পারসন হিসাবে উপস্থিত ছিলেন সাসের ডি বি এম এস কে শফিকুল ইসলাম, উত্তরণের মাইক্রো ফিন্যান্সের বি এম সাজ্জাদুর রহমান, উত্তরণের ইয়ুথ এ্যাম্পাওয়ার্ড প্রজেক্টের টেকনিক্যাল অফিসার নাজমিন নাহার,এ্যাকাউন্টস কাম ফিন্যান্স অফিসার নুর আলম,সাতক্ষীরা সদরের প্রজেক্ট অফিসার আব্দুল্লাহ ওমর নাসিফ, দেবহাটার প্রজেক্ট অফিসার আবু ইমরান সহ সাতক্ষীরা সদর ও দেবহাটা উপজেলার ভি এস এল এ গ্রুপের সদস্য বৃন্দ। কিভাবে গ্রাম সঞ্চয় ও ঋন সমিতি সহজ শর্তে ঋন নিতে পারে এবং তাদের ছোট ব্যবসাকে কিভাবে আরো উন্নত করতে পারে এবং পরিকল্পনা গ্রহন করা হয়।এর আগে (৯ সেপ্টেম্বর) উদ্যোগ তা উন্নয়ন প্রশিক্ষন প্রদান করা হয়ে থাকে।ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর কারিগরি সহায়তায় গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে উত্তরণের বাস্তবায়নাধীন ইয়ুথ এ্যাম্পাওয়ার্ড প্রজেক্টের পক্ষ থেকে দিক নির্দেশনা প্রদান করা হয়।
Leave a Reply